“গুলি চালানো বন্ধ করো”, বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত সংসদ

Spread the love

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শাহিনবাগ । ঘটেছে গুলি চালনার ঘটনা । আগেই তার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা । এবার তার আঁচ এসে পড়ল সংসদেও । উত্তপ্ত হয়ে উঠল লোকসভা, রাজ্যসভা দু’কক্ষই । লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলতে উঠলে স্লোগান ওঠে “গুলি চালানো বন্ধ করো” । কারণ কয়েকদিন আগেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে । যেখানে দেখা যায় দিল্লিতে এক নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময় তিনি বলছেন, “বিশ্বাসঘাতকদের গুলি করুন” ।

আজ লোকসভায় নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের উত্তর দিতে শুরু করেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই সময় তাঁর বিরুদ্ধে স্লোগান দেন কংগ্রেস সদস্যরা ৷ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর সম্প্রতি দিল্লিতে একটি সভা চলাকালীন দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘বিশ্বাসঘাতকদের গুলি করুন’’৷ তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মূলত কংগ্রেস সাংসদরা আজ তাঁকে পালটা প্রশ্ন করেন, ‘‘ আপনার গুলি কোথায়? , কিছু সদস্য স্লোগান দেন ‘‘গুলি মারা বন্ধ করুন’’ ৷

অন্যদিকে বিরোধীদের বিক্ষোভে দুপুর পর্যন্ত রাজ্যসভা মুলতুবির নির্দেশ দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু ৷ বিরোধীরা NPR ও CAA নিয়ে রাজ্যসভায় সরব হলে স্পিকার তাঁদের শান্ত করার চেষ্টা করেন ৷ সেই প্রচেষ্টায় তিনি ব্যর্থ হন ৷ বিরোধীদের উদ্দেশে ভেঙ্কাইয়া নাইডু বলেন, “রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের সময় বিরোধীরা নিজেদের বক্তব্য রাখার সুযোগ পাবেন ৷ নাগরিকত্ব আইন ও NPR নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন।”

চেয়ারম্যান একথা বলা সত্ত্বেও BSP -র সতীশ চন্দ্র মিশ্র, TMC-র ডেরেক ও’ব্রায়েন, CPM-র টি কে রঙ্গরাজন ও অন্য বিরোধীরা তাঁদের বক্তব্য রাখতে চান ৷ নাইডু তাঁদের মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, তাঁরা এখন এবিষয়ে বক্তব্য রাখতে পারবেন না ৷ এরপর অন্য বিরোধীরাও তাঁদের দলে যোগ দিলে অধিবেশন থামিয়ে দিতে বাধ্য হন চেয়ারম্যান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*