সংসদে কাশ্মীর নীতি নিয়ে মোদীকে তুলোধনা অধীর চৌধুরীর

Spread the love

কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। সংসদে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে নিয়ে মন্তব্যের জেরে মোদীর কড়া সমালোচনায় সরব লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর। কাশ্মীর ইস্যুতে মোদীকে তোপ দেগে অধীর বলেন, ‘শুধু আবেগ দিয়েই নয়, বাস্তবিকভাবেই কাশ্মীর ভারতেরই অঙ্গ।’ একইসঙ্গে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির বিরুদ্ধে জন সুরক্ষা আইন প্রয়োগ করায় কেন্দ্রের সমালোচনায় সরব বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর গত বছরের ৫ অগাস্ট থেকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহব্নদি করে রাখা হয়েছে। এবার তাঁদের উপর লাগু করা হয়েছে জন সুরক্ষা আইন। উপত্যকার এই দুই নেতা-নেত্রীর উপর জন সুরক্ষা আইন লাগু হওয়ায় টুইটে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। এবার সংসদে বিষয়টি নিয়ে সরব হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

৬ মাস ধরে গৃহবন্দি কাশ্মীরি নেতারা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রায় ৬ মাস ধরে গৃহবন্দি হয়ে রয়েছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা। এবার মোদী সরকার তাঁদের উপর জন সুরক্ষা আইন প্রয়োগ করায় সেই বন্দিদশা আরও বাড়তে চলেছে। জন সুরক্ষা আইন অনুযায়ী কোনও ব্যক্তিকে আদালতে না নিয়ে গিয়েও এই আিনের বলে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটক করে রাখা যাবে।

কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রের এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে সংবাদসংস্থা এনআইকে অধীর চৌধুরী বলেন, ‘শুধু আবেগ দিয়েই নয়, বাস্তবিকভাবেই কাশ্মীর ভারতেরই অঙ্গ। এবিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কাশ্মীরে এই ধরনের শাসনও চলতে পারে না। ’

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর অশান্তির আশঙ্কায় আগেভাগেই একাধিক পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। গোটা উপত্যকা দখলে নিয়ে নেয় সেনা। জায়গায় জায়গায় চলে সেনা-পুলিশের টহলদারি। ভূস্বর্গে সভা-জমায়েত নিষিদ্ধ করে সরকার। ইন্টারনেট, কেবল টিভি পরিষেবা বন্ধ করে দিয়ে আশান্তি দমনের চেষ্টা হয়। এরই পাশাপাশি রাজনৈতিক নেতাদের উপর চলে কড়া নজরদারি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়। যদিও কাশ্মীরে কেন্দ্র বাড়াবাড়ি করছে বলে অভিযোগ তোলে বিরোধীরা।

যদিও ভূস্বর্গে শান্তির পরিবেশ বজায় রাখতেই যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে বারবার সওয়াল করেছে মোদী সরকার। এমনকী এখনও কাশ্মীরে শান্তির পরিবেশ বজায় রয়েছে বলেই দাবি কেন্দ্রের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*