ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক

Spread the love

শেষ কয়েক মাস ধরেই ক্রমাগত স্থায়ী আমানতে সুদের হার কমাচ্ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৭ ফেব্রুয়ারি  ফের আরেকবার সুদের হার কমাল দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হারে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ৭দিন থেকে ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাল এসবিআই। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে পরিবর্তিত সুদের হার।

এক নজরে দেখে নেওয়া যাক এসবিআই এফডি-র পরিবর্তিত সুদের হার (২ কোটি টাকার কম)

৭ থেকে ৪৫ দিনের এফডি-র জন্য সুদের হার ৪.৫০ শতাংশ  (অপরিবর্তিত)

৪৬ থেকে ১৭৯ দিনের এফডি-র জন্য সুদের হার ৫ শতাংশ  (পরিবর্তিত)

১৮০ থেকে ২১০ দিনের এফডি-র জন্য সুদের হার ৫.৫০ শতাংশ  (অপরিবর্তিত)

২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৫০ শতাংশ  (পরিবর্তিত)

১ বছর থেকে ২ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৬ শতাংশ (এতদিন ছিল ৬.১০ শতাংশ)

২ বছর থেকে ৩ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৬ শতাংশ  (এতদিন ছিল ৬.১০ শতাংশ)

৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৬ শতাংশ  (এতদিন ছিল ৬.১০ শতাংশ)

৫ বছর থেকে ১০ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৬ শতাংশ  (এতদিন ছিল ৬.১০ শতাংশ)

প্রবীণ নাগরিকদের জন্য সব ক্ষেত্রে সুদের হার ০.৫ শতাংশ বেশি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*