ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। নভেম্বরের গোড়ায় হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের ছ’টি জেলা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। সেই প্রেক্ষিতে মোদী সরকারের কাছে ১,২৪৩ কোটি টাকার আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পাঠায়নি কেন্দ্র এমনটাই জানিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
বাংলার কয়েক লক্ষ দুর্গত মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব তহবিল (স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড) থেকে ইতিমধ্যেই ৫৫০ কোটি টাকার বেশী ক্ষতিপূরণ দিয়েছে। দুর্গত ওই ছয় জেলার প্রায় ২০ লক্ষ চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ওই টাকা ঢুকে গিয়েছে।
Be the first to comment