ট্রাম্পের স্বাগতকে স্মরণীয় করতে উদ্যোগী নরেন্দ্র মোদী

Spread the love

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ভারত সফর নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। আজ তা নিয়ে টুইটে মোদী জানান, ট্রাম্পের স্বাগতকে স্মরণীয় করে রাখা হবে।

সফর প্রসঙ্গে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জানান, আহমেদাবাদে প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ মানুষ তাঁকে স্বাগত জানাবেন। হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, এই মাসের শেষের দিকে ভারত যাচ্ছি। নরেন্দ্র মোদী বলেছিলেন লাখ-লাখ মানুষ স্বাগত জানাবেন। আশা করছি, বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে সত্তর লাখ মানুষ স্বাগত জানাবেন।”

এরপরই আজ টুইটে মোদি জানান, এই সফর খুব গুরুত্বপূর্ণ। ভারত-অ্যামেরিকার বন্ধুত্বকে দৃঢ় করবে ৷ তা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ। দুই দেশ বহু ইস্যুতে একে অন্যকে সহযোগিতা করছে। দুই দেশের এই দৃঢ় বন্ধুত্ব কেবল আমাদের নাগরিকদের জন্য নয়, সারা বিশ্বের মঙ্গলের জন্য।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই মাসের ২৪ ও ২৫ তারিখ সস্ত্রীক ভারত সফরে আসছেন ট্রাম্প। যার রূপরেখা তৈরি হয়েছিল গতবছর সেপ্টেম্বরের হাউডি মোদির অনুষ্ঠানে। বিশ্বে ভারত ও অ্যামেরিকার কূটনৈতিক অংশীদারিত্ব এবং দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করতেই এই সফর বলে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*