AAP বিধায়কের কনভয় লক্ষ্য করে গুলি, মৃত ১

Spread the love

ভোট শেষ হতে না হতেই আম আদমি পার্টির বিধায়ক নরেশ যাদবের কনভয়ে হামলা। তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালানো হয়। মৃত্যু হয় আম আদমি পার্টির এক কর্মীর। আহত হয়েছেন আরও একজন।

গতকাল নির্বাচনে জয়ের পর মন্দিরে গিয়েছিলেন নরেশ যাদব। সেখান থেকে ফেরার সময় রাতে তাঁর কনভয়ে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে অশোক মান নামে এক AAP কর্মীর মৃত্যু হয়েছে। AAP-এর তরফে টুইট করে একথা জানানো হয়। টুইটে তাদের তরফে লেখা হয়, আজ আমরা আমাদের পরিবারের এক সদস্যকে হারালাম। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন নরেশ যাদব। তিনি বলেন, কী কারণে এই হামলা চালানো হয়েছে তা আমি জানি না। প্রায় আট রাউন্ড গুলি চালানো হয়েছে। যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করে তাহলে তারা হামলাকারীদের চিহ্নিত করতে পারবে বলে আমি মনে করি।

এরপরই দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন AAP সাংসদ সঞ্জয় সিং। এদিকে গতকালই দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে। ৭০টির মধ্যে ৬২টি আসনে জয় পেয়ে সেখানে ফের সরকার গড়তে চলেছে AAP।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*