মোবাইল অ্যাপেই মেটানো যাবে সরকারি আবাসনের ভাড়া থেকে শুরু করে জমির খাজনা। রাজ্যের অর্থ দপ্তর অ্যাপটি চালু করেছে। গুগল প্লে-স্টোরে WBIFMS বলে সার্চ করলেই অ্যাপটি পাওয়া যাবে। এ ছাড়া GRIPS দিয়ে সার্চ করলেও অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে।
পাশাপাশি মেটানো যাবে সরকারি লাইসেন্সের ফি, বৃত্তিকরের মতো রাজ্য সরকারের একাধিক কর বা ফি। একটি অ্যাপ থেকে একাধিক ব্যক্তির কর ও ফি মেটানো যাবে। যে ব্যক্তির কর মেটানো হচ্ছে, তিনি সরকারি খাতায় তাঁর অ্যাকাউন্টের সব আপডেট অনলাইনে পাবেন।
Be the first to comment