মার্চে পঞ্চায়েত ভোট জম্মু-কাশ্মীরে, জানিয়ে দিলো কমিশন

Spread the love

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তথা বিশেষ সংবিধানিক মর্যাদা উঠে যাওয়ার সাত মাস পর কোনও ভোট হতে চলেছে উপত্যকায়। জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, সেখানকার স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত ভোট হবে আগামী মার্চ মাসে। জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, ফাঁকা হয়ে থাকা পঞ্চায়েতের আসনের মার্চ মাসের মধ্যে ভোটগ্রহণ হবে। আট দফায় এই ভোট হবে বলে জানিয়েছেন শৈলেন্দ্র কুমার।

গত ৫ অগস্ট সংসদে ৩৭০ ধারা উঠে যায়। একইসঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তারপর থেকে উপত্যকা জুড়ে চলেছে উত্তেজনা। সংসদের ভিতরে ও বাইরে বিরোধীরা সরব হয়েছেন মোদী সরকারের বিরুদ্ধে। এখনও পর্যন্ত কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতিরা গৃহবন্দি হয়ে রয়েছেন। সতর্কতামূলক গ্রেফতার করে রাখা হয়েছে আরও রাজনৈতিক নেতাদের। কিন্তু এখন প্রশ্ন, পঞ্চায়েত ভোটের আগে কি গৃহবন্দি নেতাদের মুক্তি দেবে প্রশাসন।

জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে একাধিকবার কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত উপত্যকার বিস্তীর্ণ অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বিক্ষিপ্ত জায়গায় টুজি পরিষেবা চালু হলেও অধিকাংশ জায়গাতে তাও হয়নি। এর মধ্যেই গতকাল দ্বিতীয় বিদেশি প্রতিনিধি দল কাশ্মীর সফর সেরেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*