শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানালেন কেজরিওয়াল

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠান। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে আদৌ প্রধানমন্ত্রী যোগ দেবেন কিনা তা জানা যায়নি।

আগামী রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। সম্ভবত এবারও পুরোনো মন্ত্রিসভাই থাকবে আপ-এর। ইতিমধ্যেই আপ বিধায়কদের বৈঠকে দলের পরিষদীয় নেতা নির্বাচিত হয়েছেন কেজরিওয়াল। আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরি।

শপথে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল। গেরুয়া শিবিরকে হেলায় উড়িয়ে আরও ৫ বছরের জন্য দিল্লির মসনদে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবারের দিল্লির বিধানসভা ভোটে নজিরবিহীন সাফল্য পেয়েছে কেজরির আপ। দিল্লির মোট ৭০ আসনের ৬২টিতেই জয় পেয়েছেন আপ প্রার্থীরা। মাত্র ৮টি আসন পেয়ে কোনও মতে অস্তিত্ত্ব টিকিয়ে রেখেছে গেরুয়া শিবির। উলটোদিকে ঝাড়ু-ঝড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। দিল্লির ৬৩টি আসনেই জামানত জব্দ হয়েছে কংগ্রেস প্রার্থীদের।

পরপর ৩ বার কেজরিওয়ালের উপরই ভরসা রেখেছেন দিল্লিবাসী। নজিরবিহীন এই সাফল্যের পরেও কেজরির পা মাটিতেই। দিল্লিবাসীকেই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন আপ প্রধান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*