বিজেপি-আরএসএসের চোখে চোখ রেখে লড়তে হবে: ঐশী ঘোষ

Spread the love

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি তিনি। বাইরে দাঁড়িয়েই বক্তৃতা করেছেন। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আক্রমণ করেছেন সরকারকে। আজ, শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল জেএনইউ-এর বামনেত্রী ঐশী ঘোষের। সেখানেও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের তরফে দাবি করা হয়েছিল, ঐশী বহিরাগত। আপত্তিকারীরা এবিভিপির সদস্য বলে জানা গেছে।

তবে শেষমেশ ক্যাম্পাসে ঢোকা হয়নি ঐশীর। ঝামেলার আশঙ্কায় অনুমতি দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ক্যাম্পাসের বাইরেই সভা করলেন তিনি।

শুক্রবার দুপুর ২টো নাগাদ ক্যাম্পাসে একটি মিছিল করে এসএফআই। গোটা ক্যাম্পাস ঘুরে রাস্তায় বের হয় মিছিলটি। এগোতে থাকে এইটবি-র দিকে। সেখানেই ঐশী এসে স্লোগান দিতে দিতে মিছিলে যোগ দেন। মিছিল শেষে জমায়েত হয় চার নম্বর গেটের উল্টোদিকে। সেখানেই বক্তব্য রাখেন ঐশী ঘোষ।

ঐশী বলেন, জেএনইউ-এর ছাত্রছাত্রী, প্রফেসরদের উপরে কীভাবে হামলা চালায় এবিভিপি। তাই তিনি ডাক দেন, যাদবপুরে সংস্কৃতি, ঐক্য বজায় রাখতে। সামনেই ১৯ তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। সেখানে বিজেপি আরএসএস-কে প্রতিরোধ করতে হবে। ছাত্রছাত্রীর ভিড় ভেঙে পড়ে ঐশীর সভা-মিছিলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*