পশ্চিমবঙ্গের পুরনির্বাচনের জন্য পাঁচ জনের একটি কমিটি গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস (TMC)-এর একটি সূত্রে খবর, নেত্রীর তৈরি করে দেওয়া এই কমিটিতে রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী এপ্রিল-মে মাস জুড়ে কলকাতা-সহ রাজ্যের ১১১টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে এটা অ্যাসিড টেস্ট। সেই লক্ষ্যেই এ বার নির্বাচন কমিটি গড়ে দিলেন দলনেত্রী।
কলকাতা পুরনিগম-সহ সমস্ত পুরসভার সংরক্ষণের তালিকা এরই মধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। ফলে রাজ্যের পুর এলাকায় এখন ভোটের দামামা বেজে গিয়েছে। তাই আগেভাগে নির্বাচন পরিচালনার কাজে কমিটি গড়ে দলীয় প্রস্তুতি শুরু করে দিলেন তিনি।
Be the first to comment