সম্প্রতি ছাত্র রাজনীতির মুখ হয়ে ওঠা ঐশীকে ‘মূর্খ’ বলে আক্রমণ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। বলেন, ‘মূর্খ মূর্খই থাকবে। ভাট বকবে।’
উল্লেখ্য, কিছুদিন আগেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ঐশী ঘোষ। যে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয় দেশের বিভিন্ন জায়গায়। সম্প্রতি কলকাতায় এসেছেন সেই ঐশী। আর এক সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের সরকার ও বর্তমান পরস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
শুক্রবার হাওড়ায় এসএফআই-র এক দলীয় সমাবেশে যোগ দেন জেএনইউ-র ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষ। সেখানে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি। ধর্মের নাম নিয়ে সেনাবাহিনীর নাম নিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। কিন্তু এই রাজনীতি বাংলার মাটিতে চলবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঐশী ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে যে ইস্যু নিয়ে এসেছি, দিল্লিতেও সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে লড়াই চলছে। আজ দু’দিন পশ্চিমবঙ্গে এসে খুশি হয়েছি। দেখছি এখানকার মানুষ সিএএ, এনআরসি, এনপিআর এর বিরুদ্ধে পথে নেমেছেন। এই লড়াইটা লম্বা। কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই বার্তা দিতেই এখানে এসেছি।
রবিবার সকালে সেই ঐশীকে নিয়েই মন্তব্য করেন তথাগত রায়। বিতর্কিত মন্তব্য আগেও শোনা গিয়েছে এই রাজ্যপালের মুখে। এবার ঐশীকে আক্রমণ করে তিনি লিখেছেন, বেচারা ঐশী ঘোষের কি দোষ? সে এতসব জানবে কোথা থেকে ? লেখাপড়ার সঙ্গে সম্পর্ক ছিল না, লাল ঝাণ্ডাবাজিই শুধু করেছে ! এখন মিডিয়া তাকে গ্যাস দিয়ে ফুলিয়ে দিয়েছে, তো কি হয়েছে ? মূর্খ মূর্খই থাকবে, ভাট বকবে।
Be the first to comment