কলকাতা থেকে বিদায় নিয়েছে শীত। তবে, জেলাগুলিতে ভোর ও রাতের দিকে বজায় থাকবে শীতের আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।
আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, কলকাতা থেকে বিদায় নিয়েছে শীত। তবে, জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। ফলে আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও আগামী ৪৮ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে।
কুয়াশা কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। ফলে কলকাতায় তাপমাত্রা বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৬ শতাংশ। আর সর্বনিম্ন জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ শতাংশ।
Be the first to comment