মুম্বই থেকে দেহ আসছে তাপস পালের, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

Spread the love

মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। মুম্বইয়ের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। জানা যাচ্ছে মুম্বই থেকে তাঁর দেহ নিয়ে আসছেন পরিজনেরা।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে তাপস পালের দেহ। বুধবার সকাল ১১টা থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে প্রয়াত তারকার দেহ। সেখানেই চলচ্চিত্র জগতের বহু অভিনেতা শেষ শ্রদ্ধাজ্ঞাপন করবেন তাঁকে। এর পরে কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে তাপস পালের।

তাপস পাল বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাচ্ছিলেন তাপস পাল। তখনই বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পরেই সেখান থেকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। টানা ২ সপ্তাহ হাসপাতালে ছিলেন। কিন্তু মঙ্গলবার ভোররাতে ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। অভিনিয়ের পাশাপাশি ২০০৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে নির্বাচিত হয়ে কৃষ্ণনগর থেকে এমপি হন তিনি। তবে ২০১৬ সালের শেষের দিকে রোজ ভ্যালি নামে একটি চীট ফান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*