অবশেষে এক সপ্তাহ পর কাটল আশঙ্কা। শেষ পর্যন্ত কমল পেট্রোলের দাম। টানা একই জায়গায় দাম আটকে থাকায় অনেকেই দাম বৃদ্ধির আশঙ্কা করছিলেন। শেষ পর্যন্ত তা হয়নি। মঙ্গলবার সকালেই কলকাতায় পেট্রোলের দাম কিছুটা কমল। ক্রমে ৭৫ থেকে ৭৪ পেরিয়ে এবার ৭৩ টাকা প্রতি লিটারের দিকে নিম্নমুখী জ্বালানীর দাম। রবিবারও পেট্রোলের দাম ছিল ৭৪.৫৮ টাকাই। সপ্তাহের প্রথম দিনও পেট্রোলের দাম ছিল ওই একই। শুধু তাই নয়। গত এক সপ্তাহ ধরে একই দাম ছিল গাড়ির তেলের।
গত সপ্তাহে শনিবারও পেট্রোলের দাম ছিল ৭৪.৫৮ টাকা। বুধবার কলকাতায় পেট্রোলের দাম ছিল সেই ৭৪.৫৮ টাকা। মঙ্গলবারও দাম একই ছিল। গত সপ্তাহে ওই দিন শেষ দাম কমেছিল সোমবারের তুলনায়। মঙ্গলবার দাম কমেছিল ১৬ পয়সা। কারণ সোমবার দাম ছিল ৭৪.৭৪ টাকা। ১১ ফেব্রুয়ারি তা হয় ৭৪.৫৮ টাকা। ১৬ পয়সার দামের পতন স্পষ্ট। তারপর থেকে এই দামের কোনও হেরফের হয়নি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের পর গত রবিবার পেট্রোলের দাম ৭৪এ নেমে আসে। তারপর থেকে ৭৪-এর ঘরেই রয়েছে এর দাম।
মাঝে ৮০ও পেরিয়ে গিয়েছিল জ্বালানির দাম। তারপর খানিক কম ৭৭ থেকে ৭৮-এর মাঝেই ঘোরাফেরা করছিল। বিগত দুই সপ্তাহ ধরে নামছে এই দাম। ৬ মাস পরে যা ফিরল ৭৪-এর ঘরে। সেই মঙ্গলবারেই ফের দাম কমায় খুশি রোজকার বাইক , চার চাকা চালানো সাধারন মানুষ। এদিকে ডিজেলের দামও পাঁচ পয়সা কমে ৬৬-এর ঘরে চলে এসেছে মঙ্গলবার। আজ কলকাতায় ডিজেলের দাম ৬৬.৯৭ টাকা। রবিবার এই দাম ছিল ৬৭.০২ টাকা। সোমবার দাম কমেনি। আজ কমল সেই দাম।
অন্যদিকে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানাচ্ছে, চিনের হঠাত করে অপরিশোধিত তেলের চাহিদা কমে গিয়েছে। মারণ করোনা ভাইরাসের কারণে আন্তজাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের চাহিদা কমে গিয়েছে। যার ফলে আন্তজাতিক ক্ষেত্রে তেলের দাম কমেছে। ইতিমধ্যে ভারতেও কয়েক দফায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে।
Be the first to comment