এবারও কি পরীক্ষার মধ্যেই বাইরে বেরিয়ে এল মাধ্যমিকের প্রশ্নপত্র?

Spread the love

এবারও পরীক্ষা শুরুর আগেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁস? এই প্রশ্নই ঘোরাঘুরি করছে মালদায়। মঙ্গলবার পরীক্ষা শুরুর আগেই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। মোবাইলে ঘোরাঘুরিও করতে দেখা যায় প্রশ্নপত্রের কয়েকটি পাতা। তবে এই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনও মিল রয়েছে কি না তাও জানা যায়নি। পরীক্ষা শেষ না হলে এই নিয়ে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব নয় বলে জানিয়েছে ওয়াকিবহালমহল। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আজ বাংলা বিষয়ে পরীক্ষা হচ্ছে। নির্দিষ্ট সময়েই শুরু হয় পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে অনেকের মোবাইলে বাংলা প্রশ্নপত্রের কয়েকটি পৃষ্ঠার ছবি আসতে শুরু করে। আর এরপরই জল্পনা ছড়ায়, তবে কি এবারও প্রশ্ন ফাঁস? তবে, এই নিয়ে এখনও কোনও অভিযোগ কোথাও দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে।

জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক বলেন, এই নিয়ে কোনও মন্তব্য করার অধিকারী আমি নই। যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। তবে, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি।

প্রসঙ্গত, মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে এবার শুরু থেকেই কড়া নজর রাখছে পর্ষদ। গত বছর মাধ্যমিকে পরপর ছয়টি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। তার থেকে শিক্ষা নিয়েই এই বছর রাজ্যের আটটি জেলার মোট ৪২ টি ব্লকের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্বাচিত ওই জায়গাগুলিতে প্রতিটি পরীক্ষার শুরু থেকে দু’ঘণ্টা করে অর্থাৎ বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*