মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় দিনে ইংরেজী পরীক্ষায় প্রশ্নপত্র টিকটকের মাধ্যমে ভাইরাল। অন্যদিকে পরীক্ষা কেন্দ্রে স্মার্ট ফোন নিয়ে যাওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হল পরীক্ষাকেন্দ্র থেকে। মধ্যশিক্ষা পর্ষদের কড়া ব্যবস্থা। প্রশাসনিক নজরদারি সত্ত্বেও ফের মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তেজনা ছড়াল।
জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের নাম ওসমান আলী। সে স্থানীয় বাহারাল স্কুলের ছাত্র। তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল পার্শ্ববর্তী বৈদ্যনাথপুর স্কুলে। এদিন ইংরেজি পরীক্ষা চলাকালীন ওই ছাত্রের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করেন পরীক্ষক। কেড়ে নেওয়া হয় তার খাতা। অভিযুক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও সে ফের পরীক্ষায় বসতে পারবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তরফে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, মাধ্যমিকের প্রথম দিন অর্থাৎ গতকালও মালদহে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল।
Be the first to comment