তাপস পালের মৃত্যু নিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতি। তাপস পালকে শেষশ্রদ্ধা জানাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের ‘তীব্র ধিক্কার’ জানিয়ে আসরে নামলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ‘শিল্পীকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দিদির পক্ষেই সম্ভব’, এ ভাষাতেই মমতাকে একহাত নিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ। একইসঙ্গে মমতার উদ্দেশে বাবুলের প্রশ্ন, ‘‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো দেখতে ভুবনেশ্বরে গিয়েছিলেন, পাশের ঘরেই তাপস পাল ছিলেন, তাঁর সঙ্গে দেখা করলেন না কেন?’
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বাবুল বলেন, ‘‘তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। রবীন্দ্রসদনে একজন শিল্পীর মৃতদেহ শায়িত রয়েছে, তাঁকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে নোংরা রাজনীতি টেনে এনেছেন মমতা। ভুবনেশব্রে সুদীপকে দেখতে গিয়েছিলেন দিদি, পাশের ঘরে তাপস পাল ছিলেন, কেন দেখা করলেন না? যে কারণে তাপস পালের মানসিক চাপ ছিল, তাতে রাজনীতি টেনে আনা দিদির পক্ষেই সম্ভব। তাপস দা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ওঁর সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। তৃণমূল যে কাজের মধ্যে লিপ্ত থাকে, তাতে তাপসদা’র মতো সহজ-সরল মানুষের জড়িয়ে পড়া, কতটা শান্তি পেয়েছিলেন উনি, তা মানুষ প্রশ্ন তুলছে’’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের নিন্দা জানিয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও। তিনি বলেন, ‘‘কারও মৃত্যুতে রাজনীতি নিয়ে কথা বলা উচিত নয়। বাংলার মুখ্যমন্ত্রীর জানা উচিত, মাঠে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলুন, অসুবিধে নেই। কিন্তু মৃতদেহকে সামনে রেখে যে মন্তব্য করেছেন, রাজনৈতিক চিন্তার দিক থেকে বিকৃত ভাবনা ছাড়া কিছু নয়’’।
উল্লেখ্য, এদিন রবীন্দ্রসদনে তাপস পালকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তাপস পালের মৃত্যু আবার প্রমাণ করল, একটা এজেন্সির অত্যাচারে একটা মানুষ নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল, ক্ষতবিক্ষত ছিল, হয়তো মৃত্যুর আগে জানলও না ওর কী অপরাধ ছিল…কী খেলা আমি জানি না। অন্যায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, বিচার করুন। এতদিন জেলের মধ্যে বন্দি করে রাখার কী কৌশল এটা! কেন্দ্রের জঘন্য রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ থেকে কেউই রেহাই পাচ্ছে না। আমার চোখে ৩টি মৃত্যু হল। একটা সুলতান আহমেদ। শুনেছিলাম, একটা ফোন পেল, চিঠি পেল তারপর মৃত্যু হল। প্রসূনের স্ত্রীও সহ্য করতে না পেরে মারা গেল। আর তাপসের মৃত্যু। খুবই ব্যথিত, মর্মাহত, শোকাহত’’।
Be the first to comment