যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ে এসএফআইকে টপকে দ্বিতীয় এবিভিপি, ইউনিয়ন গড়ছে ডিএসএফ

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইকে টপকে গেল এবিভিপি। এবারই প্রথম গেরুয়া শিবির প্রার্থী দিয়েছিল। ইউনিয়ন গড়ছে স্বাধীন ছাত্র সংগঠন ডিএসএফ। প্রাপ্ত ভোটের নিরিখে চারে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।

ইঞ্জিনিয়ারিং-এ মোট ভোট পড়েছিল ১৪০৫টি। তারমধ্যে ডিএসএফ পেয়েছে ১১৬৭টি ভোট। এবিভিপির বাক্সে গিয়েছে ১১৫টি ভোট। এসএফআই পেয়েছে ৭০টি। যাদবপুরের বউনি ভোটে ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় স্থান পেল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন। তৃতীয় এসএফআই। আর চতুর্থ স্থানে রয়েছে টিএমসিপি, তাদের প্রাপ্ত ভোট ২৯টি। এছাড়া নোটায় ভোট পড়েছে ২২টি।

কিন্তু বিজ্ঞান বিভাগে এবিভিপি কোনও প্রার্থী দেয়নি। সেখানের সেন্ট্রাল প্যানেলে জিতছে স্বাধীন ছাত্রদের সংগঠন ডব্লুটিআই। বিগত ইউনিয়নও ছিল ডব্লুটিআইয়ের দখলে। তবে বিজ্ঞান বিভাগে দারুণ ফল করেছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সেন্ট্রাল প্যানেলে না জিততে না পারলেও প্রাপ্ত ভোট গতবারের তুলনায় প্রায় চারগুণ বাড়িয়েছে বাম ছাত্র সংগঠনটি।

তবে রাজনৈতির মহলের চোখ কলা বিভাগের দিকেই। কলা বিভাগের গণনা চলছে। গত বছর কলা বিভাগের দখল ছিল এসএফআইয়ের। এই বছরে প্রথম কলা বিভাগেও প্রার্থী দিয়েছে এবিভিপি। ফলে ইঞ্জিনিয়ারিংয়ের মতো নজর থাকবে কলা বিভাগেও। বেলা আড়াইটে পর্যন্ত খবর, সামন্যই কিছু ভোট পেয়েছে এবিভিপি। কলা নৈশ বিভাগে অনেকটা এগিয়ে এসএফআই। কলা দিবা বিভাগে এসএফআইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে নকশালপন্থী সংগঠনের। গণনা শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয় কলা বিভাগের দখল কাদের হাতে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*