কোরোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা ID-তে ভর্তি সিডনির বাসিন্দা

Spread the love

জ্বর-সর্দি-কাশির সমস্যা নিয়ে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে বুধবার দুই জনকে ভর্তি করানো হয়েছে কলকাতার ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID & BG) হসপিটালে। এঁদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। অন্যজন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

সিডনির বাসিন্দা ৭৬ বছরের এক বৃদ্ধা সম্প্রতি কলকাতায় এসেছেন। অস্ট্রেলিয়ার এই বাসিন্দা শহরে বেড়াতে এসেছেন। এই শহরে বেড়াতে এসে তিনি জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হন। মঙ্গলবার তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা বৃদ্ধাকে বেলেঘাটা ID হাসপাতালে পাঠান।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধাকে গত সন্ধ্যায় ৭টা ৩০মিনিটে বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি করা হয়। সিডনির বাসিন্দা এই বৃদ্ধা যে বিমানে এদেশে এসেছেন, সেই বিমান সিঙ্গাপুর হয়ে এসেছে। সিঙ্গাপুরে তিন ঘন্টা ছিল এই বিমান। তিনিও সেখানে তিন ঘন্টা ছিলেন। তাই এই ক্ষেত্রে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃদ্ধা জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন। তাকে নভেল কোরোনা ভাইরাস সংক্রমণ নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। যেহেতু এই বৃদ্ধা সিঙ্গাপুরে তিন ঘণ্টা ছিলেন,তাই চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি। হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আজ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হতে পারে। এই মুহূর্তে বৃদ্ধার শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বৃদ্ধার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে কি না আজ এই বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে কলকাতার বাসিন্দা ৩৬ বছরের এক যুবককে বুধবার ID&BG হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই যুবকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য এদিন সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এই যুবক সিঙ্গাপুর থেকে ফিরেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*