গুজরাটে ভোটপ্রচারের মাঝে মন্দিরে মন্দিরে গিয়ে রাজ্যের মঙ্গল, সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন রাহুল গান্ধী। তাঁর মন্দির সফরকে নিশানা করে কটাক্ষ করছে বিজেপি। মঙ্গলবার শাসকদলের সমস্ত সমালোচনার পাল্টা দিলেন কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়া রাহুল। তিনি প্রশ্ন করেন আমার মন্দিরে যাওয়া কি অপরাধ? এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুল প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কোনও কথা নেই নরেন্দ্র মোদীর মুখে, রাফালে যুদ্ধবিমানের ডিল ঘিরে দুর্নীতি সম্পর্কেও একটি শব্দ খরচ করছেন না মোদী।
পাশাপাশি গুজরাটে মণিশঙ্কর আয়ারের বাসভবনে বৈঠক প্রসঙ্গে মোদীর তোলা অভিযোগের যোগ্য জবাব দেন রাহুল। তাঁর সাফ কথা, মনমোহন সিংহের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মন্তব্য গ্রহণযোগ্য নয়।
প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে গুজরাট ভোটে মনমোহন হাত মিলিয়েছেন বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, মোদীজী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে যা বলেছেন, সেটা মেনে নেওয়া যায় না। অন্যদিকে এদিন নরেন্দ্র মোদীর সি প্লেন যাত্রাকেও কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, উন্নয়নের ইস্যু থেকে নজর সরিয়ে নিতেই এই বিশেষ প্রয়াস।
এদিন গুজরাটে দ্বিতীয় দফা ভোটের আগে শেষদিনের প্রচারে আমেদাবাদের প্রচার সভা থেকে বিজেপিকে ন্যানো ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েন নি সোনিয়া তনয়। রাহুল বলেন ন্যানো কারখানা তৈরীর জন্য খরচ হয়েছে ৩৩ হাজার কোটি টাকা। কিন্তু রাস্তায় একটাও ন্যানো গাড়ি চোখে পড়ছ না। গত নির্বাচনে ভোটে জেতার আগে ২ কোটি মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু কেন একজনও চাকরী পায়নি সেই প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী।
Be the first to comment