মাধ্যমিক পরীক্ষা নিয়ে সব বিতর্ক ও অভিযোগের জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পরিকল্পনা করে মাধ্যমিক পরীক্ষা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের প্রশাসন সতর্ক আছে, সাইবার ক্রাইম বিভাগও সতর্ক রয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “মানবিক কারণে আমরা কয়েক জনকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।” নিয়ম ভেঙে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য ১৯ জনকে ধরা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, “এব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম আছে তা আরও কঠোর করার ভাবনা আমাদের রয়েছে। সাইবার ক্রাইম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
Be the first to comment