পুলকার দুর্ঘটনা; ঋষভের শারীরিক অবস্থার অবনতি

Spread the love

সংকটজনক অবস্থায় পুলকার দুর্ঘটনায় জখম শিশু ঋষভ। তার শারীরিক অবস্থা মাল্টি অরগ্যান ফেলিওরের ইঙ্গিত দিচ্ছে। ফুসফুস সহ কাজ করা বন্ধ করছে প্রায় সব অঙ্গগুলি। সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে SSKM-এর তরফে ঋষভের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এই কথাই জানানো হয়।

পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশু দিব‍্যাংশ এবং ঋষভের গত শুক্রবার থেকে চিকিৎসা চলছে SSKM হাসপাতালে। দিব‍্যাংশ ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। ঋষভ রয়েছে CTVS-এ। বৃহস্পতিবার দিব‍্যাংশকে ভেন্টিলেটরের বাইরে আনা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বুধবার তার মা, দিদিমার ডাকে সে সাড়া দিয়েছে। গতকালও তাকে ডাকা হলে সে সাড়া দিয়েছে। কথা বললে বুঝতে পারছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভেন্টিলেটরের বাইরে আনার পরেও দিব‍্যাংশকে অক্সিজেন দেওয়া হয়েছে। এই শিশু এখনও সংকটের বাইরে নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিব‍্যাংশর শারীরিক অবস্থা এমন হলেও, কেমন আছে ঋষভ? SSKM সূত্রে খবর, বুধবার থেকে এই শিশুর শারীরিক অবস্থা তেমন ভালো নেই বলে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। সংক্রমণ ছড়িয়ে পড়ছে রক্তে। সিভিয়ার সেপসিসের দিকে যাচ্ছে পরিস্থিতি। ওষুধের সাহায্যে অল্প পরিমাণ ইউরিন বেরোচ্ছে।

বৃহস্পতিবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি যেরকম, তাতে এই শিশুর শারীরিক অবস্থা রেনাল ফেলিওর, মাল্টি অরগ্যান ফেলিওরের দিকে এগোচ্ছে বলে আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।

SSKM হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ঋষভ সিংয়ের ফুসফুস সহ প্রায় সব অরগ‍্যানের তেমন কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যন্ত্রের মাধ্যমে ঋষভ সিংয়ের অরগ‍্যানগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে। যদি ফুসফুস নিজে থেকে কাজ করতে শুরু করত, তা হলে বলা যেত এই শিশুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, আশা রয়েছে। কিন্তু, এমন হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*