বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ট্রাম্পকে স্বাগত। মোতেরা স্টেডিয়ামে বক্তব্যের শুরুতেই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউডি মোদী বনাম নমস্তে ট্রাম্প! এ দিন মোদী বলেন, আমেরিকায় ‘হাউডি মোদী’র ৫ মাস পর ভারতে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে নমস্তে ট্রাম্প হচ্ছে। ঐতিহাসিক মুহূর্ত। আজ মোতেরায় নয়া ইতিহাস রচিত হল। সেই অ্যামেরিকা থেকে এখানে এসেছেন ট্রাম্প। নেমেই সবরমতী যান ও তারপর এখানে চলে আসেন।
নমো বলেন, ট্রাম্প আপনাকে স্বাগত জানাতে গোটা দেশ উৎসাহী। নমস্তে কথার অর্থ গভীর ৷ যার অর্থ শুধু ব্যক্তিকে নয় ৷ তাঁর ভিতরের যে মর্যাদা তাকেও সম্মান প্রদান ৷ আপনি সেই মাটিতে রয়েছেন যেখানকার সংস্কৃতি ৫ হাজার বছরের পুরোনো ৷ ট্রাম্প আজ আপনি এমন একটি দেশে রয়েছেন যেখানে বিবিধ ভাষা, ধর্মের মানুষ বসবাস করে ৷ বৈচিত্রই ভারতের ঐক্য ৷ অ্যামেরিকায় স্ট্যাচু অফ লিবার্টির গৌরব রয়েছে ৷ ভারতের গর্ব স্ট্যাচু অফ ইউনিটি ৷
নরেন্দ্র মোদী আরও জানান, ট্রাম্পের সময় ভারত ও অ্যামেরিকার সম্পর্ক আরও মজবুত হয়েছে ৷ প্রেসিডেন্ট ট্রাম্প অনেক উঁচু ভাবনার মানুষ ৷ তিনি তাঁর দেশের জন্য অনেক কাজ করেছেন ৷ মেলানিয়া ও ইভাঙ্কাকে আমার অভিনন্দন।
এদিন কী বললেন নরেন্দ্র মোদী?
শুনুন!
Be the first to comment