শাহিনবাগ নিয়ে সর্বোচ্চ আদালতে রিপোর্ট জমা দিলেন সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থতাকারীরা। তবে, শাহিনবাগ শুনানি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। সোমবার বন্ধ খামে রিপোর্ট জমা দেন মধ্যস্থতাকারীরা।
আন্দোলনের অধিকারকে স্বীকৃতি দিয়েছে আদালত। কিন্তু পথ আটকে অন্যর অসুবিধা করে আন্দোলনের অধিকার কারোর নেই। তাই আন্দোলন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলে সর্বোচ্চ আদালত। শাহিনবাগের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী নিয়োগ করে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই আদালত নিযুক্ত মধ্যস্থতাকারী ও আইনজীবী সাধনা রামচন্দ্র, সঞ্জয় হেগড়ে শাহিনবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কতা বলেছিলেন। এদিন মধ্যস্থকারীরা বিচারপতি এস কে কৌল ও কে এন যোসেফের এজলাসে রিপোর্ট পেশ করেন।
কোর্ট জানিয়েছে, মধ্যস্থকারীদের রিপোর্ট শাহিনবাগ মামলার আবেদনকারী, কেন্দ্র এবং দিল্লি পুলিশের আইনজীবীকে জানানো হবে না।
Be the first to comment