ট্রাম্পের অনুষ্ঠানে উপস্থিত সৌরভ! মোতেরায় বাঙালির গর্বের মুহূর্ত

Spread the love

ভারত সফরের প্রথম দিনেই ক্রিকেটের বৃহত্তম স্টেডিয়ামে হাজির ট্রাম্প। আর ট্রাম্পের হাত ধরেই উদ্বোধন করা হলো দুনিয়ার বৃহত্তম স্টেডিয়ামের। ১ লক্ষ ২৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের উদ্বোধন করতে কেন্দ্রীয় সরকারের তরফে ‘হাউডি মোদী’র আদলে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান করা হয়।

সোমবার দুনিয়ার তাবড় তাবড় ভিআইপি উপস্থিত ছিলেন মোদীর রাজ্য আমেদাবাদে। বিশ্বের নজরে নমস্তে ট্রাম্প। আর এই অনুষ্ঠানেই হাজির হয়ে গেলেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। ট্রাম্প অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বোর্ড সভাপতি। তার সঙ্গেই মোতেরায় হাজির হন বোর্ডের সচিব জয় শা-ও।

এই প্রথম ভারতের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন বেলা ১১.৪০-এ আমেদাবাদের মাটি ছোঁয় প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান বিমান। বিমানবন্দর আশ্রম থেকেই সোজা সাবরমতী আশ্রমে যান ট্রাম্প। ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই চরকা কাটেন প্রেসিডেন্ট।

এদিন বেলায় ভারতে পৌঁছায় ট্রাম্প। বিমান বন্দরে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদী। মোদীকে দেখে করমর্দনের পাশাপাশি আলিঙ্গন করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই স্বাগত দলের অন্যন্যদের সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দেন মোদী।

এদিন বোর্ড সভাপতি নিজের টুইটার অ্যাকাউন্টে মোতেরার ছবি পোস্ট করে লিখেছিলেন, “এই সুবিশাল ও সুন্দর স্টেডিয়াম দেখে খুব ভালো লাগছে, একজন খেলোয়াড় ও অধিনয়াক হিসেবে এই মাঠে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আগামী ২৪ তারিখ দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*