ট্রাম্পের সফরের মাঝেই সিএএ বিরোধী আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে রাজধানী। সোমবার বিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। ঘটনাটি ঘটে উত্তর-পূর্ব জাফরাবাদের মৌজপুর ও ভজমপুরা এলাকায়। জানা যাচ্ছে ইটের আঘাতে মৃত্যু হয়েছে রতনলাল নামে এক পুলিশের হেড কনস্টেবলের।
বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর চোট পান রতনলাল। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে এক বিক্ষোভকারী পুলিশের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছেন।
কবীরনগর ও ভজনপুরায় ইট বৃষ্টি ও পেট্রোল পাম্পে আগুনও লাগিয়ে দেওয়া হয়। পাল্টা কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। জানা যাচ্ছে সংঘর্ষে একজন ডিসিপিও গুরুতর আহত।
পরিস্থিতি দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, দিল্লির বিভইন্ন এলাকায শান্তি ও সম্প্রীতি ব্য়াহত হচ্ছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি।
Be the first to comment