মঙ্গলবার সস্ত্রীক রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি পত্নী সবিতা কোবিন্দ স্বাগত জানান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে।
ট্রাম্পকে স্বাগত জানাতে রাইসিনায় হিলে উপস্থিত আছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ মন্ত্রকের আরও অনেকে।
ট্রাম্পকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে সেনার কুচকাওয়াজ, গার্ড অফ অনার। একে একে রাজনাথ সিং, এস জয়শংকর, রাইসিনা হিলসের সমস্ত কর্মীদের সঙ্গে করমর্দন করলেন মার্কিন প্রেসিডেন্ট।
রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ, রাজঘাট পরিদর্শন এবং দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং প্রতিরক্ষা চুক্তি নিয়েই ব্যস্ত দিনে থাকবেন ট্রাম্প। মূলত সেদিকেই আজ বাড়তি নজর ওয়াকিবহাল মহলের।
শক্তিবৃদ্ধিতে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের কাছ থেকে কোন কোন অস্ত্র কিনবে ভারত, তাতে আগ্রহ সবমহলেরই। অন্যদিকে, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দিল্লির নানকপুরায় কয়েকটি স্কুল আজ পরিদর্শন করবেন। শিখবেন ‘হ্যাপিনেস’এর মন্ত্র। সন্ধেবেলা রাষ্ট্রপতি ভবনে সপরিবার ট্রাম্পের নৈশভোজ। রাত দশটা নাগাদ দিল্লি থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
Be the first to comment