যে কোনও রাজনৈতিক বা সামাজিক ইস্যুতেই বিশেষ বুদ্ধিমত্তা ও রসবোধের পরিচয় দিয়ে থাকে তারা। নিজেদের বিজ্ঞাপন তো বটেই, সেই সঙ্গে সাধারণ মানুষের প্রশংসাও সংগ্রহ করা হয়ে যায় তাদের। এই বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছেন ভারতে। তাঁকে নিয়ে প্রধানমন্ত্রী মোদী-সহ গোটা সরকারের আয়োজন ও উৎসাহের শেষ নেই। এই নিয়েই মজার ছবি তৈরি করে টুইট করল আমূল ইন্ডিয়া। শুধু তাই নয়, এই ছবি-সহ বিজ্ঞাপনী হোর্ডিং ছেয়ে গেছে সারা গুজরাতেও।
দেখা যাচ্ছে, আমূলের কার্টুনে বড় বড় করে লেখা ‘নমস্কে প্রেসিডেন্ট ট্রাম্প’! ট্রাম্পকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল আমদাবাদে, তার নাম ‘নমস্তে ট্রাম্প’। সেটাকেই একটু অন্য রকম করে নমস্কে ট্রাম্প করে নিয়েছে তারা।
ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাখনের মোটা প্রলেপ লাগানো পাঁউরুটি খাওয়ার প্রস্তাব দিচ্ছেন। আর আমূল গার্ল সেই নির্দেশ মেনে হাতে রুটি-মাখনের প্লেট নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে। তার পরনে আবার গুজরাতি স্টাইলে পরা শাড়ি। ছবির ক্যাপশনে লেখা, “ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়েলকাম”।
Be the first to comment