‘রিলিজিয়াস ফ্রিডম’ বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিল্লির সংঘর্ষের ঘটনা নিয়েও মুখ খুললেন তিনি। তবে কোনও মন্তব্য করলেন না। শুধু বললেন, ‘সংঘর্ষের কথা শুনেছি। এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার।’
তবে নাগরিকত্ব বিল নিয়ে কোনও কথা হয়নি বলেই জানিয়েছেন ট্রাম্প। ৩ বিলিয়ন বা ৩০০ কোটির প্রতিরক্ষা চুক্তি হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। হেলিকপ্টার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার সকালে রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প দম্পতি। রাজঘাট পরিদর্শন এবং দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং প্রতিরক্ষা চুক্তিতেই আজ বাড়তি নজর ওয়াকিবহাল মহলের।
ট্রাম্প বললেন, ‘ইসলামিক জিহাদ বন্ধ করতে আমি যা করেছি, তা আর কেউ করেনি। বহু মানুষকে আহত হতে দেখেছি। মৃত্যু দেখেছি। আল-কায়েদার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।’ সোলেমানিকে হত্যার কথাও উল্লেখ করলেন তিনি।
তালিবানের সঙ্গে শান্তিচুক্তির পথে আমেরিকা। এই বিষয়ে মোদীর সঙ্গে কথা হয়েছে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
Be the first to comment