গত দু’দিন ধরে উত্তপ্ত দিল্লি ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ও সমর্থনে থাকা আন্দোলনকারীদের মধ্যে চলছে সংঘর্ষ ৷ দোকানপাট, গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ চলেছে গুলিও ৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের ৷ জখম ১৫০-এরও বেশি ৷ কিন্তু, উত্তর-পূর্ব দিল্লির এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে পুলিশ ৷ বুধবার টুইটে একথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি টুইটে লেখেন, অনেক চেষ্টার পরও দিল্লি পুলিশ পরিস্থিতি সামাল দিতে ও আত্মবিশ্বাস জোগাতে ব্যর্থ ৷ তাই আক্রান্ত এলাকাগুলিতে কারফিউ জারি করে সেনা নামানোর জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করলেন কেজরিওয়াল ৷
অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু’দিনের ভারত সফরের প্রথম দিনই আগুন জ্বলে দিল্লিতে ৷ তাই প্রথম দিন দিল্লিতে অনেকটা সময় কাটানোর কথা থাকলেও ট্রাম্পের এই সফরসূচিতে পরিবর্তন আনা হয় ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম দিন ট্রাম্পের সঙ্গে সময় কাটালেও দিল্লির পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেন ৷ মধ্যরাতেই জরুরি বৈঠক ডাকেন তিনি ৷ দিল্লি পুলিশ ও তাঁর মন্ত্রকের সদস্যদের সঙ্গে আলোচনা করেন ৷ কিন্তু, তারপরও পরিস্থিতি শান্ত না হওয়ায় ফের বৈঠক করেন অমিত শাহ ৷
দ্বিতীয়বার বৈঠকে উপ-রাজ্যপাল অনিল বাইজাল, অরবিন্দ কেজরিওয়াল, পুলিশ কমিশনার অমূল্য পটনায়ক ও অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসেন ৷ কিন্তু, তারপরও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ৷ পরিষ্কার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ টুইটে স্পষ্ট জানিয়ে দিলেন, “দিল্লি পুলিশ ব্যর্থ ৷”
শুধু পুলিশের ব্যর্থতা নয়, সামগ্রিক পরিস্থিতি নিয়েও টুইটারে নিজের উদ্বেগ প্রকাশ করেন কেজরিওয়াল ৷ লেখেন, সারা রাত ধরে বহু মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি ৷ পরিস্থিতি উদ্বেগজনক ৷ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখছি ৷ গত ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্ব দিল্লির আক্রান্ত এলাকাগুলিতে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল ৷ মৌজপুর, সিলামপুর ও গোকুলপুরি এলাকাগুলিতেও মোতায়েন করা হয় পুলিশ ৷
অন্যদিকে, দিল্লির এই হিংসার আক্রমণে মৃত্যু হয় হেড কনস্টেবল রতন লালের ৷ তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন সিকারের সাংসদ সুমেধানন্দ সরস্বতী ৷ তিনি আজ ঘোষণা করেন, যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে শহিদ রতন লালের স্ত্রী’কে ৷ সঙ্গে দেওয়া হবে এক কোটি টাকা ক্ষতিপূরণ ৷
Be the first to comment