মুম্বই থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল স্পাইসজেটের SG৬৪৮০ বিমানটির ৷ সেই মতো ১৮৩ জন যাত্রী-সহ সকাল ছ’টা নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে ওড়া শুরুও করে ৷ কিন্তু, কিছুটা আসার পরই লিকেজ চোখে পড়ে পাইলটের ৷
তখন কাছাকাছি রয়েছে কলকাতা বিমানবন্দর ৷ সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে ৷ বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় ৷
যাত্রীদের সুরক্ষার সঙ্গে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় আপৎকালীন পরিষেবা ৷ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, বিমানের জলের ট্যাঙ্কে লিকেজ ছিল ৷
Be the first to comment