দিল্লির পরিস্থিতির জন্য কেন্দ্রের অনীহা দায়িঃ অধীর চৌধুরী

Spread the love

দিল্লির হিংসার ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে আগেই দায়ি করেছিল AAP, CPI(M)-র মতো বিরোধী দলগুলি ৷ আরও একধাপ এগিয়ে দিল্লির হিংসা থামানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী ৷ তাঁর অভিযোগ, দিল্লির হিংসার জন্য কেন্দ্রের অনিহা দায়ি ৷ কেন্দ্রীয় সরকার হিংসা থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ৷

দিল্লির পরিস্থিতি নিয়ে বুধবার বহরমপুরে সাংবাদিক সম্মেলন করেন অধীরবাবু ৷ আর সেখান থেকেই দিল্লির পরিস্থিতির জন্য কেন্দ্রকে একহাত নেন তিনি ৷ বলেন, দিল্লিতে কারফিউ জারি করা হয়েছে, দেখা মাত্র গুলি করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে, কিন্তু তাতেও কোন কিছু থামছে না ৷ দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা ৷ দিল্লি রাজ্য নয়, এটা কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কিন্তু সেখানে বিধানসভা রয়েছে ৷ সেখানকার আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহের ৷ তিনি ব্যর্থ ৷ চার থেকে পাঁচদিন হয়ে গেলেও এখনও হিংসা থামেনি ৷ সেখানে স্কুল, কলেজ বন্ধ ৷ ঘরবাড়ি পুড়ছে, সাধারণ মানুষ অসহায় ৷ তারা কী করবে, ভেবে পাচ্ছে না ৷

পাশাপাশি এদিন ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকেও কটাক্ষ করেন অধীর ৷ বলেন, ট্রাম্পকে খুশি করার জন্য সভা না করে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সভা ডাকুন প্রধানমন্ত্রী ৷ এতে অনেক বেশি প্রভাব পড়বে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*