দিল্লিতে নিহত পুলিশের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ মোদী সরকারের, স্ত্রীকে সরকারি চাকরির প্রস্তাব

Spread the love

দিল্লির হিংসায় নিহত হেড কনস্টেবল রতন লালের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই সঙ্গে নিহত পুলিশ আধিকারিকের স্ত্রীকে সরকারি চাকরিরও প্রস্তাব দেওয়া হল কেন্দ্রের তরফে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করা হয়েছিল নিহত পুলিশ আধিকারিককে শহিদের মর্যাদা দেওয়া হোক। পরিবারকে দেওয়া হোক ক্ষতিপূরণ।

রতন লালের দেহের ময়নাতদন্তে গুলির আঘাতের প্রমাণ মিলেছে। তাই মানবাধিকার কমিশন এতে সিলমোহর দিতেই নিহত পুলিশকর্মীর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলো মোদী সরকার।

নিহত অফিসারের তিন সন্তান রয়েছে। তাঁদের বড় করার জন্য স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ারও আবেদন করা হয়েছিল মানবাধিকার কমিশনের কাছে। তাতেও সহমত পোষন করেছে এনএইচআরসি। সরকারের তরফে বলা হয়েছে, শহিদ রতন লালের স্ত্রী চাইলেই তাঁর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করা হবে।

দিল্লিতে রক্তক্ষয়ী হিংসার ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বুধবার দুপুরে তা বেড়ে দাঁড়াল ২৩। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে জিটিবি হাসপাতালে। দু’জন মারা গিয়েছেন লোক নায়ক হাসপাতালে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাচ্ছে, এরই পাশাপাশি এখনও পর্যন্ত আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। সরকারি হিসাবে আহতের সংখ্যা অবশ্য ১৮০। এর মধ্যে অধিকাংশই উত্তর-পূর্ব দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৪৪ জনকে ভর্তি করা হয়েছে লোক নায়ক হাসপাতালে। তবে জানা গিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির ছোট নার্সিং হোম ও স্বাস্থ্য কেন্দ্রে আরও বেশ কিছু আহতকে ভর্তি করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*