দিল্লির পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি জমা দিলো কংগ্রেস

Spread the love

দিল্লির উত্তাল পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দারস্থ হলো কংগ্রেস ৷ বৃহস্পতিবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও অন্যান্য শীর্ষ নেতারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন ৷

উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী ও সমর্থনকারীদের মধ্যে যে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিগত ৪ দিন ধরে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ৷ কেন্দ্রীয় সরকার ও দিল্লির নবনির্বাচিত AAP সরকারের ব্যর্থতা নিয়ে কালই সরব হয়েছিলেন সোনিয়া গান্ধী ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেন তিনি ৷ বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি স্বারকলিপি জমা দিয়ে দিল্লির পরিস্থিতি সামাল দেওয়ার আবেদন জানায় ৷

রাষ্ট্রপতি ভবনে স্বারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে সেই স্বারকলিপির কিছু অংশ পড়ে শোনান কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ৷ তিনি বলেন, নাগরিকদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার (রাষ্ট্রপতি) কাছে আবেদন জানাচ্ছি ৷ একইসঙ্গে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণের আবেদন করছি, তার পরিস্থিতি সামাল দেওয়ায় অক্ষমতার জন্য।

সোনিয়া গান্ধীর বক্তব্যের পরই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, বিগত চারদিন ধরে দিল্লিতে যে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা রাষ্ট্রের কাছে একটি লজ্জাজনক ঘটনা ৷ অন্তত ৩৪ জন মারা গিয়েছেন এবং ২০০ জন আহত হয়েছেন বিগত কয়েকদিনে ৷ এটি রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ ৷ আমরা রাষ্ট্রপতিকে এই বিষয়ে দৃষ্টিপাতের আবেদন জানাচ্ছি।

দেখুন ভিডিও!


দেখুন ছবি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*