রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ৫ দফা নির্দেশ দিলেন রাজ্যপাল। পুরভোট নিয়ে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তাঁর সঙ্গে ছিলেন কমিশন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। পুরভোট নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হয় রাজভবনে।
সূত্রের খবর, বৈঠকে সৌরভ দাসকে পুরভোট নিয়ে ৫ দফা নির্দেশ দিয়েছেন ধনখড়।
১) ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করুন।
২) পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি যেন না হয়।
৩) কোনও হিংসা বরদাস্ত নয়।
৪) ভোটের দিন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে স্থির করুন, অসুবিধে নেই। তবে তার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের মতামত গুরুত্বপূর্ণ।
৫) সংবিধানের আইন অমান্য যেন না করা হয়।
আগামী ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করতে চায় রাজ্য সরকার। বাকি পুরসভাগুলির ক্ষেত্রে সরকার ২৬ বা ২৭ এপ্রিল ভোট করতে চায়। এখন রাজ্য সরকার প্রস্তাবিত ১২ এপ্রিল ভোটের দিনটি নিয়ে বেঁকে বসেছে বিজেপি। ১২ এপ্রিল ভোট হলে, প্রচারের জন্য কোনও সময় পাওয়া যাবে না বলে আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ২৪ এপ্রিল ভোট করার দাবি জানিয়েছে তারা।
Be the first to comment