প্রশান্ত কিশোরের নামে প্রতারণার মামলা দায়ের করলো পুলিশ

Spread the love

বেজায় অস্বস্তিতে ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করলো পুলিশ। সম্প্রতি বিহারে ‘বাত বিহার কি’ ক্যাম্পেন চালু করেন পিকে। স্থানীয় যুবক সাশওয়াত গৌতমের অভিযোগ, ওই ক্যাম্পেনে তাঁর কনটেন্ট ব্যবহার করেছেন প্রশান্ত। ওই যুবকের অভিযোগের ভিত্তিতেই প্রশান্তের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের।

জেডিইউয়ের সঙ্গে সম্পর্ক মিটে যাওয়ার পর থেকে বিহারে ফের নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিতে শুরু করেছেন একদা নীতিশ ঘনিষ্ঠ তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। চলতি মাস থেকে বিহারে তিনি শুরু করেছেন ‘বাত বিহার কি’ শীর্ষক ক্যাম্পেন।

এই ক্যাম্পেনেই তাঁর কনটেন্ট তাঁকে না জানিয়ে সম্পূর্ণ অবৈধভাবে প্রশান্ত ব্যবহার করছেন বলে অভিযোগ সাশওয়াত গৌতমের। ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছেন ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে পিকে-র বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ।

প্রশান্তের লক্ষ্য দেশের প্রথম ১০টি সেরা রাজ্যের তালিকায় বিহারকে তুলে আনা। এ বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। তার আগে নীতিশ-রাজ্যে ১০০ দিনের প্রচার-যাত্রা করবেন প্রশান্ত কিশোর।

বিহার ভোটের আগে নিজের গুরুত্ব আরও বাড়াতে তৎপর পিকে। নীতিশ কুমারকে ‘শিক্ষা’ দিতেই আসরে নেমেছেন প্রশান্ত কিশোর। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে টুইট করেছিলেন একদা জেডিইউ সহ-সভাপতি প্রশান্ত কিশোর। জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে পিকে-র এই আচরণে বেজায় অসন্তুষ্ট হন জেডিইউ সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শেষমেশ পিকে-কে দল থেকে বহিষ্কার করেন তিনি।

এদিকে, দল থেকে বহিষ্কারের পর নীতিশকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চান প্রশান্ত। এ বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। তার আগে বিহারে নীতিশ-বিরোধিতার পরিবেশ তৈরি করতে মরিয়া পিকে। এব্যাপারে নীতিশ-বিরোধী একাধিক দলের নেতার সঙ্গেও আলোচনা সেরেছেন পিকে।

ভোট ময়দানে কীভাবে নীতিশের বিরোধিতা করে প্রচার হবে, তা নিয়েও বিরোধী নেতাদের সঙ্গে কথা বলেছেন ভোটকুশলী প্রশান্ত। গত সপ্তাহেই বিহারে সাংবাদিক সম্মেলনে নীতিশ কুমারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন প্রশান্ত কিশোর।

বিহারে নীতিশ জমানার ১৫ বছরে উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি বলে দাবি পিকে-র। গত ১৫ বছরে নীতিশ কুমারের আমলে বিহারে উন্নয়ন ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় রাজ্যে গরিবের সংখ্যা বেড়েছে বলে দাবি প্রশান্ত কিশোরের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*