দিল্লির হিংসায় আপের কেউ যুক্ত থাকলে ডবল সাজা পাক: অরবিন্দ কেজরিওয়াল

Spread the love

দিল্লির ভোটে হইহই করে জিতেছে তাঁর দল। ফল বেরোনোর ১০দিনের মাথা থেকেই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা শুরু হয়ে যায়। এ নিয়ে অনেকে আম আদমি পার্টির দিকে আঙুল তুললেও, অরবিন্দ কেজরিওয়াল-সহ আপ নেতারা দায় ঝেড়ে বলে দিচ্ছিলেন, তাঁদের হাতে পুলিশ নেই। কিন্তু এর মধ্যেই কেজরিওযালের দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। দিল্লির হিংসায় সক্রিয় ভাবে আপ কর্মীদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তা নিয়েই মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিন কেজরিওয়ালকে প্রশ্ন করা হয়, তাহির হুসেন নামের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে হিংসা ছড়ানোর। প্রশ্ন শুনেই উত্তেজিত হয়ে যান কেজরিওয়াল। বলেন, “আপের কেউ যুক্ত থাকলে তাকে ডবল সাজা দেওয়া হোক।” তাহিরের বাড়ির ছাদ থেকে ইটবৃষ্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযোগ, ওই ইটবৃষ্টিতেই আইবি অফিসার অঙ্কিত শর্মার মৃত্যু হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেন, “দাঙ্গা যারা করছে বা দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছে, তাদের বিজেপি, কংগ্রেস বা আপ বলবেন না। তারা দাঙ্গাকারীই। তাদের ধরে ধরে জেলে পোরা হোক। আর আপের কেউ যুক্ত থাকলে তার ডবল সাজা হোক।” তাঁর কথায়, “আমার হাতে পুলিশ নেই। থাকলে আমিই শক্ত অ্যাকশন নিতাম।” নিজের অবস্থান স্পষ্ট করতে বলেন, আমার মন্ত্রিসভার কোনও সদস্য জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা হোক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*