সপ্তাহ শেষের আগে বিপুল পতন শেয়ার বাজারে ৷ ১১০০-এর বেশি পয়েন্ট পড়লো সেনসেক্সের ৷ সূচক গিয়ে দাঁড়ায় ৩৮,৫৯০.৫০ পয়েন্টে ৷ নিফটি সূচক ৩৪৬.৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১,২৮৬ তে ৷ ব্যাঙ্কিং, অটোমোবাইল, তেল ও গ্যাস সেক্টরের শেয়ারগুলিতে ব্যাপক ধস নামায় বাজারে বড় ধাক্কা খাবে তারা ৷ সেনসেক্সের বিপুল পতনের পিছনে কারণ হিসাবে কোরোনা আতঙ্ককেই দায়ি করছেন বিশেষজ্ঞরা ৷
সেনসেক্সের পতনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা মোটরস, টাটা স্টিল, বাজ়াজ় ফিন্যান্স, হিন্দাল্কো, টেক মাহিন্দ্রার মতো কম্পানিগুলি ৷ তাদের শেয়ারে পতন হয়েছে ৫.০২ শতাংশ থেকে ৮.৩৬ শতাংশ ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, HDFC, ICICI ব্যাঙ্ক ৷ বিপুল পতন হয়েছে তাদের শেয়ারে ৷ ৪৫০ পয়েন্ট পড়েছে তাদের শেয়ার ৷
বিশেষজ্ঞদের মতে, সমগ্র বিশ্বে কোরোনা ভাইরাসের প্রভাবেই বাজারে এই পতন দেখা দিয়েছে ৷ কোরোনা আতঙ্কের প্রভাব আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ২০০৮ সালে বিশ্ব বাজারে মন্দার পর এত বড় বিপর্যয় আগে হয়নি ৷
তবে শুধু ভারতীয় শেয়ার বাজারেই নয়, মন্দা দেখা দিয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও ৷ কোরোনা আতঙ্কে বাতিল হতে পারে অলিম্পিকসও ৷ তার প্রভাবে জাপানের নিক্কেই পতন হয়েছে ৩.৩ শতাংশ ৷
বাজার ফের ঊর্ধমুখী হবে কি না, তা জানতে আজ বিকেল ৫.৩০ অবধি অপেক্ষা করতে হবে ৷ তবে বিনিয়োগকারীরা কোরোনা ভাইরাসের আতঙ্কে বাজারে নতুন করে বিনিয়োগ করতে চাইছেন না, তা এই পতন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ বিনিয়োগ করা টাকাও আগেভাগে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷
Be the first to comment