৫০ টা মৃত্যুর জন্য আগে ক্ষমা চান অমিত শাহ: অভিষেক বন্দ‍্যোপাধ্যায়

Spread the love

সদ্য দিল্লিতে সংঘর্ষের ঘটনা ঘটে গিয়েছে। সেই আঁচ এখনও ছড়িয়ে আছে। মৃত অন্তত ৪২। এরই মধ্যে ভুবনেশ্বর সফর সেরে কলকাতা এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভার পরই তাঁর উপস্থিতি নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অমিত শাহের সভার পর ট্যুইট করেন অভিষেক। তিনি লিখেছেন, ‘বাংলায় এসে প্রচার না চালিয়ে ওনার উচিৎ ছিল দিল্লিতে কেন ৫০টা নিষ্পাপ প্রাণ চলে গেল, তার ব্যাখ্যা দেওয়ার আর ক্ষমা চাওয়া।’ তাঁর কথায়, ‘বিজেপির ঘৃণার রাজনীতি ছাড়াই বাংলা ভালো থাকবে।’

এদিন শহিদ মিনারে অভিনন্দন সভা শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সড়ক পথে সরাসরি কালীঘাটে পৌঁছে যান৷ বিক্ষোভের আশঙ্কায় তার যাত্রা পথে ছিল কড়া নিরাপত্তা৷ যদিও কালীঘাটের রাস্তায় দেখা গেল, লেখা রয়েছে গো ব্যাক অমিত শাহ৷

অমিত শাহ কলকাতা সফরের সময় শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলেছে৷ তাকে কালো পতাকা দেখানোর কর্মসূচীও নেওয়া হয়েছিল৷ এর আগে কলকাতায় আসলেও, এই প্রথম অমিত শাহ কালীঘাটে গিয়েছেন৷ এমনিতে কালীঘাট মন্দির দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী পুজো দেবেন বলে এদিন মন্দির দুপুরে খোলা রাখা হয়েছিল।

অবশ্য শাহের কলকাতা সফরের আগেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, কলকাতায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালীঘাটে কালী দর্শন করতে যাবেন৷ তবে হেলিকপ্টার নয়, রাস্তা দিয়েই তিনি কালীঘাটে যাবেন৷ উনি কালী দর্শনে যাবেন আর বাকিরা ওনাকে দর্শন করবেন অর্থাৎ যারা কালো পতাকা দেখাতে যাবেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*