পূর্ব নির্ধারিত সময়ের আগেই কালীঘাটে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার সঙ্গে রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর৷
পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো দিলেন অমিত শাহ ৷ তারপর তিনি প্রদীপ হাতে আরতিও করেন৷ তার পুজোর সময় তিন জন পুরোহিত ছিলেন৷ এমনটাই জানা গিয়েছে৷
এদিন শহিদ মিনারে অভিনন্দন সভা শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সড়ক পথে সরাসরি কালীঘাটে পৌঁছে যান৷ বিক্ষোভের আশঙ্কায় তার যাত্রা পথে ছিল কড়া নিরাপত্তা৷ যদিও কালীঘাটের রাস্তায় দেখা গেল, লেখা রয়েছে গো ব্যাক অমিত শাহ৷
অমিত শাহ কলকাতা সফরের সময় শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলেছে৷ তাকে কালো পতাকা দেখানোর কর্মসূচীও নেওয়া হয়েছিল৷ এর আগে কলকাতায় আসলেও, এই প্রথম অমিত শাহ কালীঘাটে গিয়েছেন৷ এমনিতে কালীঘাট মন্দির দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী পুজো দেবেন বলে এদিন মন্দির দুপুরে খোলা রাখা হয়েছিল।
অবশ্য শাহের কলকাতা সফরের আগেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, কলকাতায় এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালীঘাটে কালী দর্শন করতে যাবেন৷ তবে হেলিকপ্টার নয়, রাস্তা দিয়েই তিনি কালীঘাটে যাবেন৷ উনি কালী দর্শনে যাবেন আর বাকিরা ওনাকে দর্শন করবেন অর্থাৎ যারা কালো পতাকা দেখাতে যাবেন৷
কালীঘাটে পুজো দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য নেতৃত্বের সঙ্গে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন৷ সেখানে পুরভোটে নিয়ে আলোচনা হতে পারে৷
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের রাস্তায় ব্যানার, পোস্টার, কালো পতাকা নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছিলেন বাম ও অতিবাম ছাত্ররা। ওই ঘটনার কথা স্মরণ করিয়ে বৃহস্পতিবার মহম্মদ সেলিম বলেন,”জানুয়ারি মাসেই দেখেছিলাম উত্তাল হয়েছিল কলকাতা। অন্যায়, অত্যাচার ও বিভাজনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার হয়েছে বাংলা। এবারও হবে।”
Be the first to comment