অমিত শাহের সভার আগেই কলকাতার বুকে উঠল বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান

Spread the love

‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো।’ গত কয়েকদিনে এই স্লোগান নিয়ে বিতর্ক হয়েছে অনেক। এমনকি দিল্লির বুকে এই স্লোগান দিতে গিয়ে গ্রেফতারও হয়েছে কয়েকজন। এবার সেই স্লোগানই উঠল কলকাতায়।

আর সেই স্লোগান নিয়ে প্রশ্ন করা হতেই বলা হল,’ক্যামেরা ঘোরান।’ এসপ্লানেডে অমিত শাহের সভার ঠিক আগেই এমন ঘটনা ঘটল।

এরপরই বিজেপির একটি মিছিল আসতে শুরু করে। সেই মিছিলে ‘গোলি মারো’ স্লোগান উঠছিল। সাংবাদিকরা প্রশ্ন করেন, বিতর্কের পরও কেন এই স্লোগান। এই কথা জিজ্ঞাসা করা হতেই মিছিল থেকে বেরিয়ে এসে ক্যামেরা ফেলে দেন একজন। ‘ক্যামেরা ওদিকে ঘোরান’ বলে চীৎকার করতে শুরু করেন। এরপরই সাংবাদিকের গায়ে হাত তোলেন এই ব্যক্তি।

শনিবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে ৬ জনকে। যাদের মুখে শোনা গিয়েছে, ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো’ স্লোগান। দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে এই স্লোগান শোনা গিয়েছে। আর তার জেরেই এই ছ’জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের জেরা করছে পুলিশ। দিল্লি মেট্রোতে ট্রেনের ভিতরেও এরকম স্লোগান দিতে শোনা গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই যুবকদের গায়ে ছিল গেরুয়া ট-শার্ট। স্টেশনে ট্রেন এসে থামতেই তারা চীৎকার করতে শুরু করে। ট্রেন থেকে নেমেও তারা স্লোগান দিতে থাকে।

এর আগে এই ধরনের মন্তব্য শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মুখে। খাস দেশের রাজধানীতে দাঁড়িয়ে একথা বলেছিলেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুরের এই স্লোগান ও জনতার উত্তরের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই চাঞ্চল্য তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। তাহলে কী আইন নিজের হাতে তুলে নেওয়ার সওয়াল করছেন অনুরাগ ঠাকুর, এই প্রশ্ন তুলছেন নেটিজেনরা ও বিরোধী রাজনৈতিক দলগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*