বিজেপির একটা বড় অস্ত্র সোশ্যাল মিডিয়া। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। কিন্তু আচমকা সব ফলোয়ারদের চমকে দিলেন তিনি নিজে। সোমবার ট্যুইটারে অবাক করে দিলেন ভক্তদের। লিখলেন, ‘এই রবিবার আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দেব।’
শুধু ফেসবুক, ট্যুইটারই নয়। ইন্সটাগ্রাম, এমনকি ইউটিউবও ছেড়ে দেবেন তিনি। ট্যুইটারে একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভই নন। এই মুহূর্তে তাঁর যা ফলোয়ার, তা পিছনে ফেলে দিয়েছে অনেক তাবড় নেতাদের।
যদিও এই বিষয়ে খোলসা করে কিছু জানানো হয়নি। এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন প্রধানমন্ত্রীর দফতর ঘনিষ্ঠ আধিকারিকরা। আগামী কয়েক দিনের মধ্যে পুরো পরিকল্পনা প্রকাশ করা হবে বলে তাঁরা জানিয়েছেন।
এ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীর ট্যুইটের স্ক্রিনশর্ট-সহ তাঁর ট্যুইট, ‘ঘৃণা ছাড়ুন সোশ্যাল মিডিয়া নয়।’
ট্যুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৫৩.৩ মিলিয়ন। ফেসবুকে ফলোয়ার ৪ কোটি ৪৫ লক্ষ। ইন্সটাগ্রামে ফলোয়ার সাড়ে তিন কোটি।
Be the first to comment