অবশেষে পুলিশের জালে শাহরুখ। গত ২৪ ফেব্রুয়ারি হঠাত করেই অশান্ত হয়ে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। সেই সময় অভিযুক্ত শাহরুখকেই বন্দুক হাতে পুলিশের দিকে গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল। মোবাইলে তোলা ভিডিও এই ব্যক্তিকেই বন্দুক হাতে এগিয়ে আসতে দেখা গিয়েছিল। লাল টি শার্ট পরা এই ব্যক্তির হাতেই ছিল বন্দুক। ঘটনার দিন ৮ রাউন্ডেরও বেশি গুলি চালানোর অভিযোগ রয়েছে শাহরুখের বিরুদ্ধে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারেলি এলাকা থেকে ‘মোস্ট-ওয়াটেন্ড’ শাহরুখকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম। দিল্লির হিংসার ঘটনায় শাহরুখের গ্রেফতারি বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন পুলিশ আধিকারিকরা।
ঘটনার পর থেকেই শাহরুখের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশের একটি স্পেশাল টিম হানা দেয় বারেলি এলাকায়। পুলিশের কাছে খবর আসে যে ঘটনার পর থেকে বারেলি এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত শাহরুখ। সেই মতো উত্তরপ্রদেশের পুলিশের সাহায্যে সেখানে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশের অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ। রাতেই শাহরুখ গা ঢাকা দিয়েছে যে জায়গা সেটিকে ঘিরে ফেলে পুলিশ আধিকারিকরা। সকালে হাতেনাতে শাহরুখকে গ্রেফতার করে পুলিশ।
জানা যাচ্ছে, অভিযুক্ত শাহরুখকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, কীভাবে দিল্লি হিংসা, এর পিছনে কে? অভিযুক্ত শাহরুখকে জিজ্ঞাসাবাদ করেই একেবারে সূত্রে পৌঁছানো সম্ভব। শুধু তাই নয়, ঘটনার পর থেকে কোথায় কোথায় অভিযুক্ত শাহরুখ গা ঢাকা দিয়েছে তাও তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করবেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে শাহরুখের গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ঘটনার পর দিন জানানো হয় যে, অভিযুক্ত শাহরুখকে গ্রেফতার করা হয়েছে। এর কিছুদিন পর দিল্লি পুলিশের তরফে এক টুইট বার্তায় জানানো হয় যে, শাহরুখের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অবশেষে দিল্লি সংঘর্ষের অন্যতম বড় অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ টিম।
Be the first to comment