অধীর চৌধুরীর বাড়িতে হামলা। দিল্লিতে কংগ্রেস সাংসদের বাড়িতে এই হামলা হয়েছে। তাঁর নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। একজন সাংসদের বাড়িতে কীভাবে এই হামলা হল তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। এই ঘটনার পরেই নিরাপত্তা আরও বাড়ানোর দাবি তোলা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনার সময় দিল্লির বাড়িতে ছিলেন না অধীরবাবু। সংসদে ছিলেন। হঠাত করেই তিন থেকে চারজন অধীরের বাড়িতে ঢুকে ভাঙচুর চালাতে থাকে বলে অভিযোগ। তাঁর বাড়ির পাহারায় থাকা নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির সামনে অধীরবাবুর একটা অফিস রয়েছে। সেখানেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। কেনই বা হঠাত এই হামলা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে কংগ্রেস নেতৃত্বের দাবি, দিল্লির ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়েছিলেন। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে সংসদ কিংবা বাইরে বারবার মুখ খুলেছেন। সেই আক্রোশ থেকেই এই হামলা বলে মনে করছে কংগ্রেস নেতা-কর্মীরা। জানা গিয়েছে, ঘটনার পরেই ঘটনাস্থলে যাচ্ছেন দলের প্রথম সারির নেতারা।
জানা যাচ্ছে, এই ঘটনার পরেই সংসদ থেকে তড়িঘড়ি দিল্লির বাড়ি ফিরছেন অধীর চৌধুরী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Be the first to comment