দেশজুড়ে প্রবল ভাবে ছড়াচ্ছে করোনা আতঙ্ক। এর মধ্যেই জয়পুরে এক ব্যক্তির দেহে পাওয়া গেল করোনা ভাইরাস। এই নিয়ে ভারতে মোট ৬ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে।
জয়পুরে যে ব্যক্তির দেহে এই ভাইরাস মিলেছে তিনি একজন ইতালীয় টুরিস্ট বলে জানা যাচ্ছে। শনিবার প্রথমবারের পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে দ্বিতীয় বার পরীক্ষা করা হয়। দ্বিতীয় পরীক্ষাতে রিপোর্ট আসে পজিটিভ।
অন্যদিকে নয়ডার দুটি বেসরকারি মাধ্যমের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। নয়ডার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের বাবার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই খবর জানার পরই ওই স্কুল আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে। অন্যদিকে, নয়ডার আরও একটি স্কুলে দুই ছাত্রের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কে ওই স্কুলও আগামী ১১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষাও।
ইতিমধ্যে নয়ডার ওই দুটি স্কুল পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এবং স্কুলের ওই দুই খুদের থেকে রক্তের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা।
এই বিষয়ে নয়ডার গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক বিএন সিং একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। নয়ডার ওই স্কুল ২ টিতে মেডিকেল অফিসারদের পাঠানো হয়েছে। তাঁরা সেখানে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করবেন। এবং তাঁদের পরামর্শ মতই আপাতত ওই স্কুল ২টি বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত এখনও পর্যন্ত ৯০ হাজার ৪৪১ জন। ভাইরাসের এই বীভৎসতা নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার একটি টুইট করে ভারতবাসীকে করোনা নিয়ে অযথা গুজবে কান দিতে মানা করেছেন প্রধানমন্ত্রী। বরং করোনাভাইরাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন তিনি।
Be the first to comment