যতদিন না মালদহ পুনরুদ্ধার হবে ততদিন জেলার নেতাদের সঙ্গে আলাদা মিটিং করব না৷ বুধবার জেলায় কর্মীসভায় সাফ জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ মৌসম নূরের হেরে যাওয়া এদিন ফের ক্ষোভ প্রকাশ করলেন নেত্রী৷
উত্তরবঙ্গ সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে পুরাতন মালদহের ছোট সুজাপুর মাঠে বুথভিত্তিক কর্মীসভা করেন তিনি। সেখানে তিনি বলেন, আমি বড় নেতা না ও বড় নেতা সেটা লড়াইয়ে চলে না। ভোটের প্রচারে এখানে এসে দেখি আমাদের সভায় লক্ষ লক্ষ লোক এসেছে। কিন্তু ভোটগুলো কোথায় যায়? এর কারণ যে আমি একেবারেই জানি না তা নয়৷ সেটা আমি জানি৷ আমি চাইলে ১০জন নেতার সঙ্গে মিটিং করতে পারতাম কিন্তু করব না৷ যতদিন না মালদহ পুনরুদ্ধার হবে ততদিন কোনও আলাদা মিটিং করব না৷
মালদহের দলের গোষ্ঠীকোন্দলে বিরক্ত অনেকদিন ধরেই বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় প্রকাশ্যেই মালদহ নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। তিনি বলেন, ‘‘মালদহে খেয়ালখুশি মতো দল চলছে। অনেকেই দলের নির্দেশ মেনে চলছেন না। দলের কথাও শুনছেন না।’’ এমন হলে দলে থাকার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন মমতা। এদিন জেলা নেতৃত্বের মধ্যে দায়িত্ব ভাগ করে দেন তিনি৷
নেতার নেতাদের দলনেত্রী প্রশ্ন করেন, মুর্শিদাবাদে যদি আমরা জিতি তাহলে মালদহে কেন জিতব না? এখানে পুরো হিন্দু-মুসলিম ভোট ভাগ হয়ে গেল৷ একটা কংগ্রেস পেল আর একটা বিজেপি পেল৷ কী আন্ডারস্ট্যান্ডিং!! মৌসমও তো মুসলমান ছিল ও কেন জিতল না? মৌসম একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল৷ তৃণমূলে যোগ দিয়েছিল৷ একটা কাজ করা মেয়ে জিতল না আর যাকে এলাকায় দেখা যায় না, সে জিতে গেল৷ মমতার কড়া প্রশ্ন, মালদহে তো মাত্র ১২টা বিধানসভা৷ ১০ ডজন নেতা ১২টা বিধানসভা জিততে পারছে না? নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন, হিন্দু-মুসলমান সবাই আমাদের সঙ্গে আছে৷ আমাদের সবার জন্য আরও বেশি বেশি করে কাজ করতে হবে৷
লোকসভা থেকে বিধানসভা— মালদহ থেকেই ভোটের প্রচার শুরু করেছিলেন তৃণমূলনেত্রী। দলের অন্দরমহলের খবর, মালদহ থেকে সভা শুরু করে রাজ্যে সাফল্য পেলেও জেলার ফলাফল নিয়ে ‘হতাশ’ হতে হয় তাঁকে। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ঝড়ের মধ্যেও মালদহে প্রাপ্তি ছিল শূন্য। জেলার ১২টি আসনেই পরাজিত হয় তৃণমূল। তৎকালীন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্রও হেরে গিয়েছিলেন। একই ভাবে এ বারের লোকসভা নির্বাচনেও জেলায় খাতা খুলতে পারেনি রাজ্যের শাসক দল। মালদহের দু’টি আসনেই তৃণমূলের ভরাডুবি ঘটেছে। তবে পঞ্চায়েত, পুরসভাগুলিতে জেলায় ভালো ফল মিলেছে।
দলের নেতাদের একাংশের বক্তব্য, এমন ফলাফলের পিছনে জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিই বারবার সামনে এসেছে। তাই মালদহে দলের দ্বন্দ্ব সামলাতে মরিয়া তৃণমূল নেত্রী।
এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment