তিন সন্তানসহ বিবিকে পুড়িয়ে মারার ঘটনায় অপরাধীর ফাঁসির সাজা খারিজ করে ৩০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় । তিন সন্তান এবং বিবিকে পুড়িয়ে মেরেছিল উৎসব আলি । সেই অপরাধে ২০১৮ সালের ৮ মার্চ তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালত । সেই আদেশই আজ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ।
কান্দি মহকুমার দেওয়ানি ও ফৌজদারি আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে উৎসব । হাইকোর্টের ডিভিশন বেঞ্চ উৎসবের আবেদন শোনে । বিষয়টি পর্যবেক্ষণের পর জানায়, অপরাধী উৎসবের বয়স মাত্র ৩১ বছর । পাশাপাশি গত দু’বছর ধরে জেলের ভিতরে ভালো আচরণ করেছে । পুড়িয়ে মারার ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শীও নেই । এই বিষয়গুলি বিবেচনা করে আদালত তার ফাঁসির সাজা খারিজ করে ৩০ বছর কারাদণ্ডের আদেশ দিল । তবে একই সঙ্গে নির্দেশে জানানো হয়েছে, এই রায়ের বিরুদ্ধে উৎসব আলি আর অন্য কোথাও আবেদন করতে পারবে না ।
২০১৫ সালের মে মাসে উৎসব আলির বিবি নাফিসা বিবিসহ (২৪) তিন কন্যাসন্তান আমিনা খাতুন(৫), মাসুদা খাতুন (৩ ) এবং তুহিনা খাতুন (১)-এর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় । ওইদিনই এলাকা থেকেই পুলিশ উৎসব আলিকে গ্রেপ্তার করে । যদিও তার বক্তব্য ছিল, সে ঘটনার দিন বাড়িতেই ছিল না । দূরে এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছিল । কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী, গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে দিয়ে বিবিসহ তিন শিশুকন্যাকে খুন করেছে উৎসব ।
Be the first to comment