বিকেলেই বিজেপিতে যোগ, সিন্ধিয়াকে রাজ্যসভার প্রার্থী করতে পারেন মোদী-শাহ

Spread the love

মুখ্যমন্ত্রী কমলনাথের চিন্তা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন সিন্ধিয়া। সূত্রের খবর, আজ মঙ্গলবার বিকেলেই বিজেপিতে যোগ দিতে পারে তিনি। শোনা যাচ্ছে, ভোপালে বিজেপিই দফতরে গিয়ে দলবদল করতে পারেন সিন্ধিয়া। শিবরাজ সিং চৌহনের হাত ধরেই বিজেপিতে আসবেন তিনি। ইতিমধ্যে বিজেপি দফতরে হোলি খেলা শুরু হয়ে গিয়েছে। একের পর এক বিজেপি নেতৃত্ব সেখানে এসে পৌঁছছে। ইতিমধ্যে দিল্লিতে মোদী-অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে ভোপালে তাঁর নিজস্ব বাড়িতে ফিরে এসেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিছুক্ষণের মধ্যেই ভোপালের বিজেপি দফতরের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান জ্যোতিরাদিত্য। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দফায় দফায় বৈঠক হয় তাঁদের মধ্যে। জানা যাচ্ছে, বৈঠকে মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী সিন্ধিয়াকে করা হতে পারে বলে ঠিক করা হয়েছে।

যদিও সূত্রের খবর, মোদী-শাহের কাছে কেন্দ্রের কোনও মন্ত্রক চেয়েছেন সিন্ধিয়া। আগামীদিনে সেটাও হয়তো উপহার হিসাবে তাঁকে দেওয়া হতে পারে। মোদী-শাহের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ার পরেই সোনিয়া গান্ধীকে ইস্তফা পত্র পাঠিয়ে দেন রাহুল-প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ মাধব রাও-পুত্র। যদিও এরপরেই দল বিরোধী কাজের জন্যে সিন্ধিয়াকে বহিস্কার করা হয়েছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

ইস্তফাপত্রে সিন্ধিয়া লেখেন, গত ১৮ বছর ধরে কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছেন। কিন্তু সময় এসেছে কংগ্রেস ছাড়ার। গত এক বছর ধরে দলের মধ্যে যে টালমাটাল অবস্থা চলছে, তা উল্লেখ করেন তিনি। কিন্তু এই দলের ভিতর থেকে রাজ্য এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারবে না বলে জানান তিনি। নতুন ভাবে শুরু করতে চান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্যদিকে, সিন্ধিয়ার সঙ্গেই কংগ্রেস থেকে ইস্তফা দেন ১৪ জন বিধায়ক। ইতিমধ্যে বিধানসভার অধ্যক্ষের কাছে তাঁদের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। রাজভবনেও চলে গিয়েছে ইস্তফাপত্র। কিছুক্ষণের মধ্যেই সিন্ধিয়ার সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন এই ১৪ জন বিধায়কও।

অন্যদিকে, সিন্ধিয়া সহ ১৪ জন বিধায়কের দল ছাড়ার পরেই সংখ্যালঘু কমলনাথ সরকার। যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে মধ্যপ্রদেশ সরকার। বিজেপি নেতা শাহনওয়াজ হুশেন জানিয়েছেন, আজ হোলি। সবাইকে রঙ মাখিয়ে গলায় টেনে নেওয়ার দিন। আমরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বুকে জড়িয়ে নিয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*