মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের এমন অবস্থায় বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানা যায়। আর এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে দেখা করতে যান জ্যোতিরাদিত্য। সুতরাং এর ফলে অনেকেই আন্দাজ করছিলেন আজই হয়তো কংগ্রেস ছাড়তে পারেন মাধব রাও সিন্ধিয়ার ছেলে। শেষমেশ হলও তাই।
জানা যায়, জ্যোতিরাদিত্য যখন মোদীর বাসভবনে বৈঠক করছেন, তখন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল ও কে সি বেণুগোপাল। তারপরই জানা যায় কংগ্রেস বহিষ্কার করেছে জ্যোতিরাদিত্যকে।
Be the first to comment